চীনা পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন সফর ও বাংলায় অনূদিত একটি গ্রন্থ

জাগো নিউজ ২৪ আলিমুল হক প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ০৯:৪০

চীনে আমার দশ বছর পূর্ণ হতে চললো। ২০১২ সালের ১৭ আগস্ট সপরিবারে বেইজিংয়ের মাটিতে পা রাখি আমি। আমাদের আসার প্রায় তিন মাস পর, ২০১২ সালের ১৫ নভেম্বর, দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) সাধারণ সম্পাদক তথা প্রধান নির্বাচিত হন সি চিন পিং। তিনি হলেন গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার (১৯৪৯ সালে) পর জন্মগ্রহণকারী প্রথম পার্টিপ্রধান ও সরকারপ্রধান (প্রেসিডেন্ট)।


বিগত দশ বছরে আমি মাত্র মাস-তিনেক চীনের বাইরে কাটিয়েছি। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের দুই মেয়াদের বলতে গেলে পুরোটাই আমি চীনের ভিতরেই ছিলাম (এখনো আছি)। এই দশ বছরে তার নেতৃত্বে চীনের জনগণ যা কিছু অর্জন করেছে এবং তা করতে গিয়ে যত ত্যাগ স্বীকার করেছে, পরিশ্রম করেছে, লড়াই-সংগ্রাম করেছে— তার আমি একজন ক্ষুদ্র সাক্ষী বটে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও