এ সরকারকে হটিয়ে জাতীয় সরকার প্রতিষ্ঠায় একমত বিএনপি-গণ অধিকার পরিষদ

প্রথম আলো পুরানা পল্টন প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ১৭:১৭

গণ অধিকার পরিষদের সঙ্গে প্রায় পৌনে দুই ঘণ্টার সংলাপ শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকারের অধীন কোনো নির্বাচন নয়—সে ব্যাপারে তাঁরা একমত হয়েছেন। সেই সঙ্গে এ সরকারকে সরানোর জন্য যুগপৎভাবে আন্দোলন এবং নির্বাচন-পরবর্তী রাষ্ট্র মেরামতে ‘জাতীয় সরকার’ প্রতিষ্ঠার ব্যাপারেও তাঁরা একমত হয়েছেন।


আজ বুধবার বেলা ১১টা থেকে পৌনে একটা পর্যন্ত রাজধানীর পুরানা পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংলাপ হয়।
সংলাপ শেষে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, ‘খুব ইতিবাচক আলোচনা হয়েছে এবং আমরা অনেক ব্যাপারে দেখলাম একমত—এখনকার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর আমরা বুঝেছি যে আমরা একই পথে একই চিন্তায় আছি। এটা একটা খুশিকর খবর বিরোধী দলের জন্য, যারা বাংলাদেশের একটা পরিবর্তন চায়, তাদের জন্য।’


রেজা কিবরিয়া বলেন, মূল বিষয়টা হলো আমাদের এই সরকারের অধীন নির্বাচনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই এবং আওয়ামী লীগের অধীন কোনো সুষ্ঠু নির্বাচন হয়, আমরা সেটা মনে করি না। অনেক দলের সঙ্গে আলোচনা হচ্ছে, আরও হবে। এ ব্যাপারে জাতীয় ঐক্য তৈরি করার প্রক্রিয়া শুরু হচ্ছে। জাতির স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও