 
                    
                    শোকের মাসে ছাত্রলীগের কাণ্ড
আগস্ট শোকের মাস। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস হলেও মাসজুড়েই সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে। কিন্তু বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা কী করছেন?
তাঁরা কীভাবে শোক পালন করছেন? সারা দেশের উদাহরণ না টেনে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চিত্র তুলে ধরলেই পাঠকের কাছে বিষয়টি পরিষ্কার হবে। শোকের মাসের শুরুতে সেখানকার ছাত্রলীগ যা করেছে, তা নজিরবিহীন। তারা দুই দিন ধরে বিশ্ববিদ্যালয় অচল করে রেখেছিল। অবরোধ কর্মসূচি সফল করতে তারা শাটল ট্রেনের চালককে অপহরণ করে এবং কয়েক ঘণ্টা আটকে রাখে।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                -68f7ebaa39de2-6903ee942e8e5.jpg)