You have reached your daily news limit

Please log in to continue


দুঃসময়েও চীন-অ্যাপলের প্রেম যেন ‘মেইড ফর ইচ আদার’

ফাটল ধরেছে প্রায় দুই দশকের অ্যাপল-চীন জুটিতে। মহামারীর লকডাউন আর নাজুক সরবরাহ ব্যবস্থার জেরে অস্থিতিশীল হয়ে উঠেছে উভয়ের জন্যই লাভজনক ব্যবসায়িক সম্পর্ক।

বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন কেবল অ্যাপল পণ্যের বৃহত্তম উৎপাদক নয়, অ্যাপল পণ্যের একটা বড় অংশ বিক্রিও হয় দেশটির বাজারে।

এমন লাভজনক ব্যবসায়িক সম্পর্কের দৃশ্যপটে দুই পক্ষের সাম্প্রতিক টানাপোড়েনের মূলে চীনের ‘জিরো-কোভিড’ নীতিমালার ভূমিকা রয়েছে বলে জানিয়েছে সিএনএন।

বছরের শুরুতেই দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে কঠোর লকডাউন আরোপ করেছিল চীন। লকডাউনে বন্ধ ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ কারখানা, যার মধ্যে আছে ফক্সকন আর পেগাট্রনও। চীনে অ্যাপলের জন্য হার্ডওয়্যার উৎপাদনে শীর্ষে আছে এই দুটি কোম্পানি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন