ছোট চুলের বড় সাজ
অনেক দিনের যত্ন আর ভালোবাসায় বড় করা চুলগুলো যখন কচকচ করে কাটতে থাকে কাঁচি, অনেকের মনেই তখন কাজ করে সংশয়। কাজটা কি ঠিক হলো? এত ছোট চুলে কি আমাকে মানাবে? কেউ আবার আনন্দে ভাসতে থাকে, অপেক্ষা করে কখন শেষ হবে কাটা। তবে নতুনরূপে নিজেকে আবিষ্কার করার পর দুই দলের কেউ অবশ্য মন খারাপ করেননি। বরং চুল ছোট করে ফেলার পর নিজের ভেতরে অনুভব করেছেন আত্মবিশ্বাস আর আরাম।
সাজের যে পরিবর্তন প্রতিদিনের রুটিনে ইতিবাচক ভূমিকা পালন করে, সেটা প্রাধান্য পাবে, এই তো স্বাভাবিক। চুল কেটেছেঁটে একদম ছোট করে ফেলাটা এখন এ কারণেই বাড়ছে। ছোট চুলের জনপ্রিয়তা বেশ কয়েক বছর ধরেই চোখে পড়ছে। করোনার মধ্যে এবং পরে এটি আরও বেড়েছে। আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হওয়ায় আমাদের দেশেও এখন অনেকেই বব কাটে ছেঁটে ফেলছেন চুল। কাজের ব্যস্ততায় পিক্সি কাটও প্রাধান্য পাচ্ছে।
এই যেমন সম্প্রতি চুল কেটে ফেলেছেন মডেল ও উপস্থাপক পিয়া জান্নাতুল। বেশ স্টাইলের সঙ্গেই এখন তিনি চুলে বহন করছেন প্রিন্সেস ডায়ানা কাট বা পিক্সি কাট নামে পরিচিত স্টাইলটি। ছোট চুলের কাটও যে সব ধরনের পোশাকের সঙ্গে সাবলীলভাবে মানিয়ে যায়, পিয়ার প্রতিদিনের সাজ তারও প্রমাণ। বলছিলেন, ‘লুক পরিবর্তন করতে চাইলে চুল অসম্ভব ছোট করে ফেলতে হয় এবং এটা একটা সাহসী সিদ্ধান্ত। আমি চেহারায় পরিবর্তন আনতে চাচ্ছিলাম। পাশাপাশি আমার ছেলে চুল ধরে টানাটানি করত, পরীক্ষাও চলছিল আমার। এ সময় চুল সব সময় সেট করে রাখতে একটু ঝামেলা বোধ করছিলাম। কিছুটা দ্বিধায় ছিলাম কামিজের সঙ্গে যাবে কি না। কিন্তু মানিয়ে গেছে। ছোট চুলের এই স্টাইলটিকে এখন পর্যন্ত আমি উপভোগ করছি।’
পিক্সি স্টাইলে চুল ছেঁটে ফেলেছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের কর্মকর্তা তানিয়া আফরোজও। যমজ সন্তান হওয়ার পর চুলের যত্ন নিতে পারছিলেন না। প্রচুর চুল পড়ছিল। তাই ধুম করে সিদ্ধান্ত নিয়ে চুল কেটে ফেললেন। জীবনে প্রথম এত ছোট করে চুল কেটেছেন। চুল নিয়ে যত সমস্যা হচ্ছিল, সমাধান পেয়ে গেছেন। তবে কাটা চুলগুলো সযত্নে বাক্সবন্দী করে রেখে দিয়েছেন। আর যদি কখনো বড় করা না হয়, রেখে দেবেন স্মৃতিস্বরূপ।