বরগুনায় ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর
বরগুনা জেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির নেতা ও পদবঞ্চিতদের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত নয়টার দিকে পৌর শহরের ধর্মতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে শতাধিক তরুণ লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে শহরের ধর্মতলা মোড়ে আসেন। এ সময় ভাঙচুরের চেষ্টা করলে ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ করে ফেলেন। পরে ধর্মতলা এলাকায় রাখা মোটরসাইকেলে ভাঙচুর ও কয়েকজনকে মারধর করেন এ তরুণেরা। এ সময় বর্তমান সভাপতি রেজাউল কবিরের কর্মীরা ধাওয়া দিলে হামলাকারীরা ইটপাটকেল ছুড়তে ছুড়তে বাজার সড়ক ধরে পূর্বদিকে চলে যান। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
১০ মাস, ২ সপ্তাহ আগে
ডেইলি স্টার
| নারায়ণগঞ্জ
১১ মাস আগে