![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/07/29/181942291982004_571650924330265_8507592886391311401_n_copy.jpg)
এবার হিরো আলমের পক্ষে দাঁড়ালেন নোবেল
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১৮:১৯
বিকৃত, রুচিহীন ও জনমনে অসন্তোষ সৃষ্টিকারী কনটেন্ট তৈরিসহ বেশ কিছু অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে ডেকেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। সেখানে তাকে বিকৃত সুরে গাওয়া গান, পুলিশসহ বিভিন্ন বাহিনীর পোশাক বিকৃত করে পরে অভিনয় এবং কনটেন্ট তৈরি না করার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এই বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালেচনা। বিষয়টিতে ব্যক্তিগত স্বাধীনতায় প্রশাসনের হস্তক্ষেপ বলে মন্তব্য করছেন অনেকেই।