চুলের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে যে পাতায়

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১৭:১৯

চুল পড়ে যাওয়া কিংবা ভেঙে যাওয়ার সমস্যা কমবেশি লেগেই থাকে আমাদের। এছাড়া খুশকি ও চুল না বাড়ার কারণেও মুষড়ে পড়েন অনেকে। এসব সমস্যার সমাধানে কাজে লাগাতে পারেন সজনে পাতা।



কেন চুলে ব্যবহার করবেন সজনে পাতা?


সজনে পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল উপাদান খুশকি দূর করে ও বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন কমাতে সাহায্য করে।
সজনে পাতায় আছে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করে। ফলে কমে যায় চুল পড়া।
এই পাতায় থাকা বায়োটিন লোহিত রক্ত কণিকার উৎপাদন বাড়াতে সাহায্য করে। এতে মাথার ত্বকে অক্সিজেন সরবরাহ বাড়ে ও চুল দ্রুত লম্বা হয়।
সজনে পাতায় থাকা জিঙ্ক, ভিটামিন এ এবং আয়রন পুষ্টির জোগান দেয় চুলে। ফলে চুল প্রাকৃতিকভাবে থাকে ঝলমলে।
সজনে পাতায় প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই উপাদানটি চুল ভালো রাখতে খুবই গুরুত্বপূর্ণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও