ইমরানের ক্ষমতায় ফেরার পালে হাওয়া দিল পাঞ্জাবের জয়
মাত্র তিন মাস আগেই পাকিস্তানের পার্লামেন্টে বিরোধীদের আনা অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান।
ক্ষমতা হারিয়ে রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য মাঠে নামেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান। দেশজুড়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালান তিনি। বিভিন্ন স্থানে সভা-সমাবেশ করেন। এসব রাজনৈতিক কর্মসূচিতে ব্যাপক জনসমাগম হয়।
রাজনৈতিক কর্মসূচিতে ইমরান মার্কিন ষড়যন্ত্রে ক্ষমতাচ্যুত হওয়ার অভিযোগ করেন। তিনি দ্রুত নতুন জাতীয় নির্বাচন দাবি করেন।
১৭ জুলাই ইমরান চমক দেখান। ক্ষমতা হারানোর পর তিনি পাকিস্তানের বর্তমান জোট সরকারের বিরুদ্ধে একাকী যে লড়াই চালিয়ে আসছেন, তাতে ইমরান একটা বড় সাফল্য পান।
দেশটির পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের ২০ আসনে উপনির্বাচন হয় ১৭ জুলাই। এই উপনির্বাচনে ১৫টি আসনে জয়লাভ করে পিটিআই।
দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, পাঞ্জাবের উপনির্বাচনে ইমরানের দলের এই বিজয় দেশটির ক্ষমতাসীন জোটের জন্য একটা বড় রাজনৈতিক ধাক্কা। অন্যদিকে এই জয় ইমরানকে আবার ক্ষমতায় আসার লড়াইয়ে সুবিধা দেবে।