You have reached your daily news limit

Please log in to continue


আট মাসে ৮টি যুদ্ধ থামিয়েছি, কিন্তু নোবেল পেয়েছি? পাইনি: ট্রাম্প

ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠার কৃতিত্ব আবারও নিজের বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, শুল্ক আরোপের হুমকির মাধ্যমে দুই দেশের মধ্যে সংঘাত ঠেকানো সম্ভব হয়েছে।

একইসঙ্গে ট্রাম্প দাবি করেছেন, তিনি আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছেন। তবুও তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার মনে হয় না কোনো প্রেসিডেন্ট কখনো একটি যুদ্ধও থামাতে পেরেছেন। আমি গত আট মাসে আটটি যুদ্ধ থামিয়েছি। কিন্তু কি আমি নোবেল পুরস্কার পেয়েছি? না। বিশ্বাস করা যায়? এমনকি আমিও বলেছিলাম, এটা অসম্ভব। তবে আমি মনে করি, আগামী বছরটা হয়তো ভালো হবে। কিন্তু জানেন, আমার কাছে আসলে কী গুরুত্বপূর্ণ? আমি হয়তো লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন