You have reached your daily news limit

Please log in to continue


স্থিতিশীল তাপমাত্রায় বৃষ্টি বাড়বে উত্তরাঞ্চলে

আগামী ২৪ ঘণ্টা দেশের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। তবে উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ জুলাই) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সই করা পূর্বাভাসে এ তথ্য জানান।

আবহাওয়া অফিস পূর্বাভাসে জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সেই সাথে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী ৪৮ ঘণ্টা বা দুই দিনের আবহাওয়ার অবস্থা দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

আগামী পাঁচ দিনের আবহাওয়া অবস্থায় বলা হয়েছে, সারাদেশে বৃষ্টিপাত হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলি ও তেঁতুলিয়ায় ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিকলিতে ১০৪ মিলিমিটার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন