বিহারে বজ্রপাতে এক দিনে নিহত ২০
ভারতে পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের আট জেলায় বজ্রপাতে ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২৪ ঘণ্টা সময়সীমার মধ্যে ঘটেছে এসব মৃত্যু।
ভারতের আবহাওয়া দপ্তরের বিহার রাজ্য শাখার পূর্বাভাস অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবারও রাজ্যের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলায় বজ্রপাত ও ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে।
বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জনগণকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরামর্শ গুরুত্ব দিয়ে মেনে চলার আহ্বান জানিয়েছেন। এছাড়া বজ্রপাতে প্রত্যেক নিহতের পরিবারকে ৪০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
পাশাপাশি সরকারি সব ভবন, স্কুল ও হাসপাতালে বজ্রপাত প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করতে রাজ্য সরকারের কর্মকর্তাদের নির্দেশও দেন মুখ্যমন্ত্রী।
প্রতি বছর বর্ষাকালে বজ্রপাতের কারণে শত শত মানুষের মৃত্যু হয় ভারতে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এ দেশটিতে বজ্রপাতের কারণে মৃত্যুর হার অনেক বেশি।