ব্রণের দাগ দূর করবে কলার খোসা

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ জুলাই ২০২২, ১৯:১৯

তেলতেলে ত্বকে ব্রণের প্রকোপ দেখা দেয় বেশি। ব্রণ চলে গেলেও ত্বক থেকে জেদি দাগ যেতে চায় না সহজে। কলার খোসা ব্যবহার করতে পারেন ত্বকের যত্নে। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টি-অক্সিডেন্ট। নিয়মিত ব্যবহারে যেমন দূর হবে ব্রণের দাগ, তেমনি ত্বক হবে উজ্জ্বল ও কোমল। জেনে নিন কীভাবে ত্বকের যত্নে কলার খোসা ব্যবহার করবেন।
 
কলার খোসার ভেতরের সাদা অংশ ত্বকে ঘষুন। ১০ মিনিট ঘষে অপেক্ষা করুন ২০ মিনিট। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।
আধা কাপ ওটস, একটি কলার খোসা ও তিন  টেবিল চামচ চিনি একসঙ্গে মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ত্বকে চক্রাকারে ম্যাসাজ করুন। ত্বকে জমে থাকা মরা চামড়া দূর হবে।
কলার খোসার ভেতরের সাদা অংশ চামচ দিয়ে বের করে নিন। ১ টেবিল চামচ কলার খোসার সাদা এই অংশ ও ১ টেবিল চামচ লেবুর রস একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ব্রণের দাগ দূর হবে নিয়মিত ব্যবহারে।
১ টেবিল চামচ কলার খোসার সাদা অংশ ও আধা চা চামচ বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ২ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
১ টেবিল চামচ হলুদ ও ১ টেবিল চামচ কলার খোসার সাদা অংশ একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগান। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন পানি দিয়ে। 
আধা চা চামচ মধু ও ১ টেবিল চামচ কলার খোসা বাটা একসঙ্গে মিশিয়ে ত্বকে লাগানব। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও