রোববার আর সোমবারের সাজ ও পোশাক হতে পারে যেমন
প্রথম আলো
প্রকাশিত: ২৫ জুলাই ২০২২, ১৩:৫৯
সপ্তাহের সাত দিনে সাত সাজে সেজে উঠুন। কুর্তা থেকে শাড়ি, দেশি থেকে পশ্চিমা—সব ধরনের পোশাকই থাকতে পারে তালিকায়। একঘেয়েমি কাটবে, সাজেও আসবে ভিন্নতা। রোববার ও সোমবার কর্মক্ষেত্রের ব্যস্ততম দিনে আরামটাই প্রাধান্য পাক।
দুই দিনের ছুটির পর অফিস শুরু বলে রোববারের পোশাকটা হোক আরামদায়ক। সুতির ঢিলা কাটের কুর্তা, সালোয়ার হতে পারে এই দিনের পোশাক। কাজ কম থাকুক। গলায় হালকা চোকার। চুল খোলা বা বাঁধা, আপনার স্বাচ্ছন্দ্যের ওপর নির্ভর।
সোমবার বেছে নিতে পারেন কুর্তা। গরমের কথা মাথায় রেখে আমরা এখানে হালকা গোলাপি রঙের দিকে গিয়েছি। লেগিংস কিংবা প্যান্ট দিয়ে পরা যায়। সঙ্গে মেলানো সিল্কের স্কার্ফ। পোশাক: ড্রেসিডেল
- ট্যাগ:
- লাইফ
- ফ্যাশন
- এক সপ্তাহ
- ফ্যাশন সিরিজ