আহা রে জীবন, সড়কে শেষ!

প্রথম আলো হাসান ইমাম প্রকাশিত: ২০ জুলাই ২০২২, ১৯:৪৭

‘তবে হয়তো মৃত্যু প্রসব করেছিস জীবনের ভুলে’—ময়মনসিংহের ত্রিশালে সড়কে জন্ম নেওয়া নবজাতকের জন্যই কি এ কথা লিখেছিলেন কবি শক্তি চট্টোপাধ্যায়? উত্তর যদি ‘হ্যাঁ’ ধরে নিই, তবে মা-বাবা ও বোনের অপঘাতে মৃত্যুর মধ্য দিয়ে জন্ম নেওয়া শিশুটি নির্ঘাত বলে উঠবে, ‘আমাকে তুই আনলি কেন? ফিরিয়ে নে।’


কবিরা নাকি ভবিষ্যৎ–দ্রষ্টা। শক্তি চট্টোপাধ্যায় আজকের বাংলাদেশের এই দিনের আগাম ছবি হয়তো দেখতে পেয়েছিলেন। সাধারণ মানুষের কল্পনার সীমা সীমিত। অবস্থাদৃষ্টে তারা বড়জোর কিছুটা অনুমান করতে পারে। তাতে কবির ‘জরাসন্ধ’ কবিতা থেকেই একটা পঙ্‌ক্তি নেবে তারা—‘অন্ধকার আছি, অন্ধকার থাকব, অন্ধকার হব’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও