You have reached your daily news limit

Please log in to continue


রাজধানীতে বাসার সামনে খুন হলেন যুবক

ঢাকার সূত্রাপুর ধোলাইখালের রুকুনপুরে ছুরিকাঘাত করে জাবেদ আলী (৩৬) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত জাবেদ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। জাবেদ আলীর মামা মো. আজিম জানান, তারা রোকনপুর পাঁচ ভাই ঘাট লেনে থাকেন।

রবিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে কয়েকজন যুবক এসে তাদের খবর দেন টায়ার পট্টি গলিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন জাবেদ। তখন তিনি সেখানে গিয়ে আহত অবস্থায় জাবেদকে দেখতে পান। পরে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আ. আউয়াল বলেন, রাতে জাবেদ বাসার সামনেই রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। দেখতে পেয়ে স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে যান। তার কিছুটা মানসিক সমস্যা ছিল। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা এখনও জানা যায়নি। বিস্তারিত তদন্ত চলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন