আলুর খোসায় রূপচর্চা
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৭ জুলাই ২০২২, ১৬:০১
আলুর খোসা ফেলে না দিয়ে কাজে লাগাতে পারেন ত্বকের যত্নে। আলুর খোসার প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকে আসবে প্রাকৃতিক উজ্জ্বলতা। এছাড়া বলিরেখা ও ত্বকের কালচে দাগ দূর করতেও অতুলনীয় এটি। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন।
আলুর খোসার ৪ প্যাক
আলুর খোসা ছাড়িয়ে ত্বকে লাগান। পাতলা কাপড় গোলাপজলে ভিজিয়ে উপরে লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ত্বক।
আলুর খোসা বেটে বেসন ও লেবুর রস মিশিয়ে লাগান ত্বকে। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
আলুর খোসা বেটে ওটমিল গুঁড়া মিশিয়ে ত্বকে ঘষুন। দূর হবে জমে থাকা মরা চামড়া।
আলুর খোসা থেঁতো করে অ্যালোভেরা জেল মিশিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন ২০ মিনিট। ডার্ক সার্কেল দূর হবে।
- ট্যাগ:
- লাইফ
- রূপচর্চা
- ত্বকের রূপচর্চা
- আলুর খোসা