কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চুলের যত্নে ভিটামিন ই তেল যেভাবে ব্যবহার করবেন

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৬ জুলাই ২০২২, ১৩:০৯

চুল প্রাকৃতিকভাবে ঝলমলে রাখতে চাইলে ভিটামিন ই সমৃদ্ধ খাবার যেমন নিয়মিত খেতে হবে, তেমনি এই ভিটামিন মিশ্রিত হেয়ার প্যাক ব্যবহার করাও জরুরি। ভিটামিন ই ক্যাপসুল থেকে তেল বের করে মিশিয়ে নিতে পারেন বিভিন্ন হেয়ার প্যাকে। এতে চুল মজবুত ও ঘন হবে। বন্ধ হবে চুল পড়াও। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই তেল।



একটি ডিম ফেটিয়ে দুই চা চামচ নারিকেলের দুধ ও কয়েকটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। মিশ্রণটি চুলে এক ঘণ্টা লাগিয়ে রেখে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
চার/পাঁচটি জবা ফুলের পাপড়ি ছেঁচে নিন। এতে দুটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান। প্যাকটি চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। 
আধা কাপ টক দইয়ের সঙ্গে দুই চা চামচ ভিটামিন ই অয়েল মিশিয়ে চুলে লাগান। এক ঘণ্টা রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
নারিকেলের তেলের সঙ্গে খানিকটা মধু ও ভিটামিন ই তেল মিশিয়ে চুলে লাগান ঘষে ঘষে। গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে লাগাবেন। এরপর শাওয়ার ক্যাপ পরে অপেক্ষা করুন ৪০ মিনিট। ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে। 
পাকা কলা চটকে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও