৮০০ কোটি জনসংখ্যার বিশ্ব ও বাংলাদেশ

প্রথম আলো ড. মোহাম্মদ মঈনুল ইসলাম প্রকাশিত: ১৩ জুলাই ২০২২, ২০:০৫

জনসংখ্যার প্রক্ষেপণ বলছে, এ বছর নভেম্বর মাসে বিশ্বের জনসংখ্যা পৌঁছে যাবে ৮ বিলিয়ন বা ৮০০ কোটিতে। নিঃসন্দেহে এটি একটি মাইলফলক—একদিকে চ্যালেঞ্জ, আরেক দিকে সম্ভাবনার। জনসংখ্যা ইস্যুতে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে ১১ জুলাই উদ্‌যাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।


এ বছর বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২-এর মূল প্রতিপাদ্য ছিল, ৮০০ কোটি জনসংখ্যার এ বিশ্বে সবার জন্য সহনশীল ভবিষ্যৎ, সুযোগকে কাজে লাগানো এবং অধিকার ও পছন্দ নিশ্চিত করা। নিঃসন্দেহে ৮০০ কোটি জনসংখ্যায় পৌঁছানো একটি মাইলস্টোন। তবে সংখ্যার চেয়ে ব্যক্তির অধিকার ও পছন্দকে কেন্দ্র করেই এ দিবসের আলোচনা।


এ ক্ষেত্রে জনসংখ্যা বাড়ানো বা কমানো নয় বরং সবার সুযোগ গ্রহণে সমান প্রবেশগম্যতা ও সুযোগকে কাজে লাগাতে প্রতিবন্ধকতা দূর করা—প্রান্তিক বা পিছিয়ে রয়েছে, এমন জনগোষ্ঠী, যেমন নারী, যুব, বয়স্ক, প্রতিবন্ধী ও স্থানান্তরিত জনগোষ্ঠীর দিকে বিশেষ দৃষ্টি রাখা। জনমিতিক সহনশীলতা নিশ্চিত করতে সবার মানবাধিকার—ব্যক্তির প্রজননস্বাস্থ্য অধিকার ও পছন্দকে গুরুত্ব প্রদান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও