![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1100x617x1%2Fuploads%2Fmedia%2F2022%2F07%2F12%2Ffresh-aloe-vera-leaves-and-slice-on-wooden-table-royalty-free-image-1612451677_-9fe3ff579d8f3e32a2c2189bfb1276c5.jpg%3Fjadewits_media_id%3D802523)
অ্যালোভেরার এক প্যাকেই উজ্জ্বল হবে ত্বক
কোমল, মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করুন নিয়মিত। বলিরেখা ও রোদে পড়া দাগ দূর করতে যেমন কার্যকর এই ভেষজ, তেমনি ব্রণ দূর করে ত্বক উজ্জ্বল করতেও এর জুড়ি নেই। জেনে নিন অ্যালোভেরা জেল কীভাবে ব্যবহার করলে ত্বক নানাভাবে উপকৃত হবে।
অ্যালোভেরার পাতা থেকে জেল সংগ্রহ করে ব্লেন্ড করে নিন। ভিটামিন ই ক্যাপসুলের তেল মেশান এতে। সামান্য গোলাপজল মিশিয়ে বানিয়ে নিন প্যাক। সরাসরি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। চাইলে মিশ্রণটি মুখবন্ধ বয়ামে ফ্রিজে রেখে দিতে পারেন। ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে।
যেসব উপকার পাবেন এই প্যাক ব্যবহারে
ময়েশ্চারাইজার হিসেবে অ্যালোভেরা জেলের এই মিশ্রণ ব্যবহার করতে পারেন। ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণ প্রতিরোধ করে।
গরমে ত্বক ঠান্ডা রাখে ভেতর থেকে।
ত্বকে বলিরেখা পড়তে দেয় না।
ত্বকের রোদে পড়া দাগ দ্রুত দূর করতে সাহায্য করে।