You have reached your daily news limit

Please log in to continue


মায়ের প্রিয় তসরের শাড়ি পরতে পারেন আপনিও, জেনে নিন ৩০ বছর পরেও তার চমক ধরে রাখবেন কীভাবে?

আমাদের মায়েদের প্রিয় তসর সিল্কের শাড়ি। কোনও পুজোর অনুষ্ঠান মানেই, তাতে তসরের শাড়ি পরে সাজতে ভালোবাসেন তাঁরা। তবে এই তসরের শাড়ি (Traditional Tussar Sarees) এখন কিন্তু শুধুই বয়স্কদের জন্যে নয়, বরং তরুণীরাও যথেষ্ট পছন্দ করেন এই শাড়ি। কারণ, আপনি যদি একটি হালকা এলিগেন্ট লুক ক্যারি করতে চান, তাহলে এই ধরনের শাড়ি পরে দেখতে পারেন। খুবই ভালো লাগে।

তবে সবাই এই শাড়ি পরতে চান না। আবার অনেকের ইচ্ছে থাকলেও কিনতে চান না। কারণ তাঁরা মনে করেন, এই ধরনের শাড়ি হয়তো তাঁরা সামলাতে পারবেন না। আর সেই কারণেই কিনতে চান না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন