কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টানা চতুর্থবার উইম্বলডন চ্যাম্পিয়ন জোকোভিচ

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ১৪:৫৯

উইম্বলডনের পুরুষ এককের শিরোপা লড়াইয়ে আরও একবার জিতে গেলেন নোভাক জোকোভিচ। প্রতিপক্ষ নিক কিরগিওসের বিপক্ষে আগের দুইবারের দেখায়ই হারতে হয়েছিল সরাসরি সেটে। এবারও প্রথম সেটে হেরে বসলেও দ্রুতই ঘুরে দাঁড়ান।  তিন ঘণ্টার বেশি সময়ের লড়াইয়ে ৪-৬, ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৩) গেমে জয় পেয়ে শিরোপার উল্লাসে মাতেন জোকোভিচ।


৩৫ বছর বয়সী সার্বিয়ান তারকা উইম্বলডনে এই নিয়ে টানা চতুর্থ ও মোট সপ্তমবার চ্যাম্পিয়ন হলেন। সব মিলিয়ে মোট গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ২১টি। এতে তার পেছনে পড়ে গেলে ২০ বারের বিজয়ী টেনিস কিংবদন্তি রজার ফেদেরার। জোকোভিচের ওপরে এখন কেবল রাফায়েল নাদাল। গত মাসের শুরুতে ফরাসি ওপেন জয়ী স্প্যানিশ তারকার গ্র্যান্ড স্ল্যাম মোট ২২টি।


নাদাল এবারের উইম্বলডনেও ভালো খেলছিলেন। কিন্তু ইনজুরির কারণে তিনি সেমি-ফাইনাল থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। ফলে কোর্টে না নেমেই ফাইনালে ওঠেন অস্ট্রেলিয়ান তারকা কিরগিওস। এর আগে জোকোভিচের সঙ্গে দুইবারের দেখায় কোনো না কোনো সেটে জিতেছিলেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি। তবে গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে জোকোভিচ যে কতটা দুর্দান্ত, তা আবারও প্রমাণ হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও