কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বউভাত অনুষ্ঠানের ৪৫ যাত্রী নিয়ে বাস উল্টে পুকুরে

ডেইলি বাংলাদেশ চাটমোহর প্রকাশিত: ১১ জুলাই ২০২২, ১২:৩৭

পাবনার চাটমোহরে বউভাত অনুষ্ঠানে যাওয়ার সময় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে নারী-শিশুসহ ২২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১২ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।   জানা গেছে, ঈদের দিন বিকেলে চাটমোহর পৌর সদরের হরিসভা থেকে স্বরনী সোহানী বাসে ৪৫ জন কনে পক্ষ একই উপজেলার বামনগ্রাম অর্জুন হলদারের ছেলে রাজীবের বউভাতে যোগ দেওয়ার জন্য যাচ্ছিল। পথে বামনগ্রাম ঢালের আগে রেলগেট এলাকায় পৌঁছালে বাসটি সড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এ সময় কনে পক্ষের সব যাত্রী কমবেশি আহত হয়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।


গুরুতর আহত ১২ জনকে পাবনা হাসপাতালে ভর্তি করা হয়।   আহতরা হলেন হলদার, মাখন হলদার, সিমা হলদার, রেপতি হলদার, কমল হলদার, মিলন হলদার, রঞ্জনা হলদার, অর্পণা হলদার, আন্না হলদার, জিতেন হলদার, বর্না রানী, সোমা হলদারকে প্রথমে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্স এবং অবস্থার অবনতি হলে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের স্থানান্তর করা হয়। এছাড়া আহত লক্ষ্মণ হলদার, নগেন চন্দ্র হলদার, ভাদু হলদার, প্রনতি রানী হলদার, শিশু অমৃতা হলদার, শিশু তমা হলদার, শিশু পল্লব হলদার, সুকুমার পাল, পুলক হলদার, ছবি রানীসহ বাকি ২৩ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও