কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ঈদ, বিদ্যুৎ সংকট আর লোডশেডিং

দেশ রূপান্তর রাজেকুজ্জামান রতন প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১৬:০৭

ঈদ আসছে, শুরু হয়েছে ঈদযাত্রা। নাড়ির টানে শ্রমজীবীরাসহ সাধারণ মানুষ ছুটছেন বাড়ির দিকে। ঈদের প্রাক্কালে পদ্মা সেতু নিয়ে আগ্রহ, বন্যার কষ্ট, দ্রব্যমূল্য, যানবাহনের ভাড়া বৃদ্ধি, যানজট তো আছেই জাদুঘরে রেখে দেওয়া লোডশেডিং ফিরে এসেছে বিপুল বিক্রমে। আগামীতে তা ভয়ংকর রূপ ধারণ করবে বলে বিদ্যুৎ সংশ্লিষ্টরা সতর্কবাণী দিচ্ছেন।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) তথ্য থেকে জানা যায়, দিনে গড়ে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। বিদ্যুৎ উৎপাদনের প্রধান জ্বালানি গ্যাসের সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমেছে তাই সারা দেশে লোডশেডিং বাড়ানো হয়েছে। পিডিবির সূত্র অনুযায়ী ৩ জুলাই সারা দেশে ১১ হাজার ৯৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। এর বাইরে ভারত থেকে আমদানি করা হয়েছে ১ হাজার ১৯ মেগাওয়াট। এই দিন পিডিবির নিজস্ব মালিকানাধীন ৪৬টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১৮টিতে পিক আওয়ারে কোনো বিদ্যুৎ উৎপাদিত হয়নি আর গ্যাস সংকট ছিল গ্যাসনির্ভর ২৩টি বিদ্যুৎকেন্দ্রে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)  চাহিদার চেয়ে প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ কম সরবরাহ পাচ্ছে। এ সংস্থার চাহিদা প্রতিদিন ১ হাজার ৬০০ মেগাওয়াট। রাজধানীর আরেকটি বিতরণকারী প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) সরবরাহ কমেছে দিনে ২০০ মেগাওয়াট। এ সংস্থার দিনে চাহিদা ১ হাজার মেগাওয়াট, কিন্তু পাচ্ছে কমবেশি ৮০০ মেগাওয়াট। এ তো গেল রাজধানীর চিত্র। যে কোনোভাবে ঢাকাকে স্বাভাবিক রাখার চেষ্টা চলে সবসময়। তাই ঢাকায় থেকে দেশের প্রান্তিক অঞ্চলের দুরবস্থা অনুমান করা যায় না। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও