কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মেছতার চিকিৎসা

যুগান্তর প্রকাশিত: ০৯ জুলাই ২০২২, ১১:৫৮

মেছতা নিয়ে আমাদের কমন একটা প্রশ্ন রয়েছে, ‘মেছতা পার্মানেন্টলি দূর করা সম্ভব নাকি?’ মেছতা বা মেলাসমা ঠিক করা সম্ভব কিন্তু অনেক কিছুর উপর এটা নির্ভর করে। আপনার স্কিনে মেছতা কত ডিপলি বসে গিয়েছে তা আগে আপনাকে বুঝতে হবে। মেছতার রং দেখেই বুঝে নিতে পারেন সেটা, আর মেছতা রিমুভালে সময় দিতে হবে কেননা এটি দীর্ঘস্থায়ী ট্রিটমেন্ট। কারও তিন মাস বা তার বেশি ও লাগতে পারে।



কিছু মানুষের জন্য তো বছরের পর বছর বা তাদের পুরো জীবন মেলাসমা থাকে এবং তা ট্রিটমেন্ট করেও দাগ যায় না। আবার অনেকেই এক্সট্রা যত্ন নেওয়াতে খুব তাড়াতাড়ি ফল পেয়ে যায়। আবার অন্যান্য ব্যক্তিদের খুব অল্প সময়ের জন্য মেলাসমা হতে পারে, যেমন প্রেগনেন্সির সময়। আবার লাইফস্টাইল ও ফুড ইনটেকের উপরও স্কিন কন্ডিশন ডিপেন্ড করে।


মেলাসমা বা মেছতা থাকলে অনেকেই নিজের ত্বক নিয়ে কনফিডেন্ট ফিল করেন না। কিন্তু ঠিক উপাদান দিয়ে যত্ন নিয়ে আর সঠিক স্কিন কেয়ার রুটিন ফলো করে কিন্তু মেছতার দাগ কমিয়ে আনা সম্ভব। সেই সঙ্গে ডাক্তারের সাজেশন মেনে চলবেন।


মেছতা কেন হয়?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে