পদ্মা সেতুর যাত্রীতে থৈ থৈ সায়েদাবাদে টিকেটের হাহাকার
ঈদের আগে ছুটি শুরুর প্রথম দিনে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে দক্ষিণের জেলার বাসের টিকেট ফুরিয়েছে বেলা অর্ধেক হওয়ার আগেই, কোনো কোনো কাউন্টারের সামনে বাসও ‘নেই’।
পদ্মা সেতু চালু হওয়ায় দক্ষিণের জেলার বাড়িমুখো যাত্রীরা বহু বছরের ভোগান্তি এড়াতে এবং প্রথমবার সেতুতে ওঠার বাসনায় এবার ঈদযাত্রায় বেছে নিয়েছেন সড়ক পথ। তাই পিরোজপুর, পটুয়াখালীসহ অন্যান্য এলাকার সঙ্গে বরিশাল ও খুলনাগামীদের ভিড় বেড়েছে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে।
এ টার্মিনাল থেকে পিরোজপুর, বাগেরহাট, পটুয়াখালী যাতায়াত করা সাকুরা পরিবহনের কাউন্টারে কোনো টিকেট নেই বলে ব্যবস্থাপকরা জানালেন। খুলনা ও বাগেরহাট রুটের ইমা পরিবহনের কাউন্টারেও 'গাড়ি নাই' লেখা কাগজ সেঁটে দেওয়া হয়েছে।