![](https://media.priyo.com/img/500x/https://bonikbarta.net/uploads/news_image/news_305873_1.jpg?t=1657247808)
রাষ্ট্রায়ত্ত হ্যাকিং প্রতিরোধে অ্যাপলের নতুন মোড লকডাউন
দেশের উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজসেবক, মানবাধিকারকর্মীসহ জনগুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুরক্ষায় আইফোনের জন্য লকডাউন মোড চালুর ঘোষণা দিয়েছে অ্যাপল। এর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত যেকোনো সাইবার হামলা প্রতিহত করা যাবে। খবর সিএনবিসি।
নতুন লকডাউন মোডটি আইফোনের একাধিক ফিচার বন্ধ করার মধ্য দিয়ে স্পাইওয়্যারের মাধ্যমে ডিভাইসটি সহজে খুঁজে পাওয়ার মাত্রা কমিয়ে দেয়। এতে হ্যাকাররা যেসব ফিচারের মাধ্যমে ডিভাইসে প্রবেশের মধ্য দিয়ে তথ্য হাতিয়ে নিতে পারে, সেগুলো সীমিত করে দেয়। মূলত এটি আইমেসেজের প্রিভিউ ফিচার, সাফারি ব্রাউজারের জাভাস্ক্রিপ্ট ব্যবহারের সক্ষমতা কমানো, নতুন ইউজার প্রোফাইল ইনস্টল না করা এবং ওয়্যারড কানেকশন তৈরির পথ বন্ধ করে দেয়। এছাড়া ডিভাইসের তথ্য কপি নিয়ন্ত্রণ, ফেসটাইমসহ অ্যাপলের যেকোনো সার্ভিস রিকোয়েস্ট বন্ধ করে দেয়। যদি কোনো গবেষক লকডাউন মোডে কোনো নিরাপত্তা ত্রুটি খুঁজে পায়, তাহলে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ২০ লাখ ডলার প্রদান করবে।