
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী ঐক্যের পরীক্ষা
জমে উঠছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচন। একদিকে বিজেপি মনোনীত আদিবাসী নারী প্রার্থী দ্রৌপদী মুর্মু। অন্যদিকে বিরোধী ১৮টি দলের সম্মিলিত প্রার্থী সাবেক অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী যশোবন্ত সিনহা। জটিল প্রক্রিয়ায় এই নির্বাচনে অঙ্কের হিসাবে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। কারণ মোট ভোটারের ৪৯ শতাংশই সরাসরি তাদের জোটে রয়েছেন। এ ছাড়া ওডিশার ঘরের মেয়ে দ্রৌপদীর প্রতি সমর্থন জানিয়েছে সেখানকার শাসক দল বিজেডি। এমনকি মহারাষ্ট্রে শিবসেনার ভাঙনও তাঁর জয়কে অনেকটাই নিশ্চিত করবে। বিরোধীদের কাছে এই নির্বাচন অবশ্যই গুরুত্বপূর্ণ। দেশে বিরোধী ঐক্যের সুযোগ এনে দিয়েছে এই রাষ্ট্রপতি নির্বাচন।
সেই সুযোগকে কতটা কাজে লাগাতে পারে তারা।
ভারতীয় রাজনীতিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দলের প্রতি আস্থা দিন দিন কমছে। এক দলের টিকিটে ভোটে জিতে অন্য দলে চলে যাওয়াটা এখন জলভাত। ক্ষমতার স্বাদ পেতে নীতি-আদর্শ থেকে চোখ সরিয়ে দলবদলই হয়ে উঠেছে রাজনৈতিক দস্তুর। রাজ্যে রাজ্যে এ ছবিটাই বেশি করে ধরা পড়ছে। নির্বাচিত জনপ্রতিনিধিরা দলের প্রতি আস্থা না রেখে শত্রুশিবিরে হাত মিলিয়ে নিজের দলকে বহুবার বিপদে ফেলেছেন, এমন উদাহরণের অভাব নেই।