কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শখের বশে জেলে, জালে উঠল ৩২ কেজির বাঘাইড়

কালের কণ্ঠ তেঁতুলিয়া প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ১৯:৫০

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মহানন্দা নদীতে ধরা পড়েছে ৩২ কেজি ওজনের বাঘাইড়। মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় মহানন্দা নদীতে জাল ফেলে একদল যুবক এই বাঘাইড় ধরতে সক্ষম হয়। পরে ৩২ কেজি ওজনের মাছটি ১৫০০ টাকা কেজি দরে বিক্রি করে তারা।


স্থানীয়রা জানান, বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকার সোহাগ, রাসেল, রাজ্জাক, নুর ইসলাম, আনিছুর, ওমর, নাজিরুল, মজিবর, মনছুর, বকুল ও মকবুল দুপুরে মহানন্দা নদীতে ঘড়ি জাল দিয়ে মাছ ধরতে নামেন।


মাছ ধরার একপর্যায়ে জালের ভেতরে বড় মাছের উপস্থিতি টের পান তারা। পরে জাল তুলতেই বড় এই বাঘাইড় নজরে আসে। সঙ্গে সঙ্গে হৈচৈ পড়ে যায়। অনেকে মাছ দেখতে ভিড় করেন। মাছ ধরার পর তারা পার্শ্ববর্তী তিরনইহাটে নিয়ে কেটে প্রতি কেজি ১৫০০ দরে বিক্রি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও