পদ্মা সেতু : আরও অনেক কাজ বাকি
এক-দুটি রাজনৈতিক দল বা গোষ্ঠী ছাড়া পদ্মা সেতু দেশে ও প্রবাসে অবস্থানকারী বাঙালির মনে আনন্দের ধারা বইয়ে দিয়েছে। এ দেশের মানুষ এ সেতুর বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নের নতুন স্বপ্ন দেখছে। দেশকে চেনার ঝকঝকে মুদ্রার সামনের পিঠে ঝলমলে কৃতিত্বের উজ্জ্বলতম প্রতীক পদ্মা সেতু, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু একই মুদ্রার অপর পিঠটি ভীষণ বিষণ্ন। সামগ্রিক পরিকল্পনার ভেতরে যা যা অদূরদর্শিতা ও দুর্বলতা থাকার কথা, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।
পদ্মা সেতু উদ্বোধনের সময় ঘনিয়ে আসতেই আশঙ্কার কথা অনেকের মুখে মুখে এবং সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ছিল। অনেকেই ভাবছিলেন সফলভাবে আধুনিক পদ্মা সেতু নির্মিত হবে; এর সঙ্গে ইতোমধ্যে লিংকরোড হিসাবে ঢাকার যাত্রাবাড়ী থেকে সেতু পর্যন্ত দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েও নির্মিত হয়েছে। তার পরেই কি দূরদৃষ্টি থেমে গিয়েছিল প্রকল্পসংশ্লিষ্টদের? তাদের ভাবখানা অমরাবতী বানিয়ে দিয়েছি, এখন আনন্দ করো। এখান থেকে বেরিয়ে ভাগাড়ে পা দেবে কিনা তা আমাদের দেখার বিষয় নয়!