এবার স্থানীয়ভাবে চামড়া সংরক্ষণ

কালের কণ্ঠ বাণিজ্য মন্ত্রণালয় প্রকাশিত: ০৫ জুলাই ২০২২, ০৮:২৫

চামড়াজাত পণ্যের প্রধান কাঁচামাল চামড়ার বড় অংশ আসে কোরবানির ঈদের সময়। এই চামড়ার মান ভালো বলে অপেক্ষায় থাকেন ট্যানারি মালিক ও আড়তদাররা। যদিও কয়েক বছর ধরে দুর্দশা চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও সংরক্ষণে। কোরবানির পর পশুর চামড়া বিক্রি করতে না পেরে ভাগাড়ে ফেলে দেওয়া এবং মাটিতে পুঁতে ফেলার ঘটনাও ঘটছে।


তবে এবার চামড়া নষ্ট হওয়া ঠেকানো এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে জেলা-উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তদারক করবেন। পাশাপাশি চামড়া স্থানীয়ভাবে সাত দিন পর্যন্ত যেন সংরক্ষণ করা যায়, সেটা নিশ্চিত করা হবে। এরপর রাজধানীতে নেওয়া হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও