আপনার বাচ্চা কি বারবার এমন কাজ করছে? সাবধান, বিপজ্জনক কিছু হতে চলছে!
eisamay.com
প্রকাশিত: ০৪ জুলাই ২০২২, ১৭:৫২
শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা সবার জন্য জরুরি, কিন্তু দুশ্চিন্তার সমস্যা এমন একটি সমস্যা যা আমাদের মানসিক ভারসাম্যকে প্রভাবিত করে। এটি আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে শুরু করে। প্রাপ্তবয়স্কদের উদ্বেগ লক্ষণগুলি দ্বারা সহজেই বোঝা যায়, তবে আমরা যদি শিশুদের কথা বলি তবে শিশুদের মধ্যে উদ্বেগ বোঝা কিছুটা কঠিন।
শিশুদের মধ্যে উদ্বেগ সবসময় উপেক্ষা করা হয় কারণ শিশুরা তাদের অনুভূতি বা তাদের সমস্যা প্রকাশ্যে প্রকাশ করতে পারে না। কিন্তু শিশুদের মধ্যে উদ্বেগ কিছু লক্ষণ দ্বারা স্বীকৃত হতে পারে। যেসব শিশুর উদ্বেগজনিত সমস্যা রয়েছে তারা সাধারণ শিশুদের তুলনায় সামাজিক জীবনে কম জড়িত। রেগে যাওয়ার মতো মানসিক সমস্যার পাশাপাশি মাথাব্যথা, পেট ব্যথা, অস্থির থাকা, বিচ্ছিন্ন থাকা, চুপচাপ থাকার মতো শারীরিক সমস্যাও হতে পারে।