ত্বকের জন্য মুলতানি মাটি কতটা উপকারী?

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ১৯:৩৪

মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে, ফলে তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটির বিকল্প নেই। তৈলাক্ত ত্বকের যত্নে মুলতানি মাটির সঙ্গে সামান্য পরিমাণ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহারেই আপনার ত্বক হবে উজ্জ্বল ও মোলায়েম।


ব্রণের দাগ বা মেছতার দাগ দূর করতে পরিমাণ মতো মুলতানি মাটি এবং নিমের পাউডার মিশিয়ে প্যাক তৈরি করে মুখে লাগান। ১০-১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। এই প্যাকটি খুব ভালো ক্লিনজার হিসেবেও কাজ করবে। সপ্তাহে ২/৩ বার ব্যবহার করলে ধীরে ধীরে মুখের দাগ দূর হবে এবং ত্বক পরিষ্কার ও সতেজ হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও