এবার আইনের শাসন প্রতিষ্ঠায় জোর দেওয়া হোক

যুগান্তর ড. মুহাম্মদ ইসমাইল হোসেন প্রকাশিত: ০২ জুলাই ২০২২, ০৯:৫৩

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ এবং উদ্বোধনের মাধ্যমে বর্তমান সরকার যে সাফল্য অর্জন করেছে, দেশ-বিদেশে তা ভূয়সী প্রশংসা অর্জন করেছে। আর বঙ্গবন্ধুকন্যা যে অসাধ্য সাধন করতে পারেন, এ ঘটনার মাধ্যমে তাও প্রমাণিত হয়েছে। কারণ দেশ-বিদেশের অনেক ষড়যন্ত্রের জাল ছিন্ন করে তবেই তাকে পদ্মা সেতু নির্মাণে সাফল্য অর্জন করতে হয়েছে। এ অবস্থায়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সাফল্য যে অতুলনীয় সে কথাটি বলাই বাহুল্য। এ সফলতার মাধ্যমে তার ইচ্ছাশক্তি যে কতটা প্রবল সে কথাটিও তিনি প্রমাণ করেছেন।


অতঃপর শেখ হাসিনা সরকারের বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়টুকু কীভাবে এগিয়ে চলে বা মাননীয় প্রধানমন্ত্রী কীভাবে এগিয়ে নিয়ে যান, সেটিই এখন দেখার বিষয়। কারণ এ সময়টুকুর মাধ্যমে তাকে জাতীয় নির্বাচনি বৈতরণী পার হতে হবে এবং সেক্ষেত্রেও একটি নির্বাচনি সেতুর মাধ্যমেই তা করতে হবে!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও