You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় ঠোঁটের যত্ন

আমরা মুখের ত্বকের দিকে গুরুত্ব দিলেও ঠোঁটের দিকে খুব একটা মনযোগ দেই না। ফলে ঠোঁট দেখতে কিছুটা কালচে ও রুক্ষ লাগে।তাই এই বর্ষার সময়ে পরিবেশ যতই আর্দ্র থাকুন ঠোঁটের জন্য আলাদা যত্নের প্রয়োজন হয়।সান প্রোটেকশন ব্যবহারআকাশ মেঘলা বা বৃষ্টি হলেও বাইরে যাওয়ার আগে অবশ্যই সান ব্লক ব্যবহার করতে হবে। টাইমসঅফইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের স্কিনসেল্স’য়ের প্রতিষ্ঠাতা শিভাম চাকরালা বলেন, “মনে রাখবেন সানব্লক কেবল মুখের জন্য না, ঠোঁটের জন্যও।

সূর্যের অতিবেগুনি রশ্মি মুখের ত্বকের মতো ঠোঁটের ত্বকেরও ক্ষতি করে থাকে।।”ঠোঁট মালিশ করাচাকরালা বলেন, “ঠোঁটের সুস্বাস্থ্যের জন্য তা মালিশ করা প্রয়োজন। মাখন, জোজোবা ক্রিম বা জলপাইয়ের তেল দিয়ে ঠোঁট আলতোভাবে মালিশ করে নিন। এতে ঠোঁটে রক্ত সঞ্চালন বাড়ে ও প্রাকৃতিকভাবে গোলাপিভাব আনে।”    ঠোঁট স্ক্রাব করাঠোঁটে মৃত কোষ জমে থাকলে দেখতে রুক্ষ ও খসখসে লাগে।

তাই মৃত কোষ দূর করতে ঠোঁট নিয়মিত স্ক্রাব করা প্রয়োজন। চাকরালা পরামর্শ দেন, ঠোঁট স্ক্রাব করতে হবে আলতোভাবে এবং এরপরে ত্বকের আর্দ্রতা রক্ষার জন্য ভ্যাসলিন বা অন্য কোনো উপযোগী ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে।এছাড়াও দেহের আর্দ্রতা রক্ষায় পানি পানের বিকল্প নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন