আমাদের চাওয়া-পাওয়ার পদ্মা সেতু
পদ্মার বুকে সেতুর স্বপ্ন এখন আর স্বপ্ন নয় বাস্তব। এটি ১৭ কোটি বাঙালির হৃদয়ের চাওয়া। এটি বাঙালি জাতির নিরেট অদম্য সাহসের প্রতীক। পদ্মা সেতু টলমল স্রোতের প্রবাহমান, নীলাভ আকাশের সাথে মিশে যাওয়া এক পলকহীন নির্মলতার প্রতিচ্ছবি, যা দেখে বিশ্ব অবাক হয়ে তাকিয়ে রয়, আর দেখা বীর বাঙালির বীরত্বের বিজয়গাঁথা স্বপ্ন। পদ্মা নদীর ওপর প্রায় সাড়ে ছয় কিলোমিটার দীর্ঘ সেতু এখন পূর্ণ অবয়বে দৃশ্যমান। যারা বলেছিলেন পদ্মার বুকে সেতু হবে না, তারা আজ দেখে যাক—বাঙালি পারে।
তারা হয়তো জানে না এরা সেই দুর্নিবার জাতি, যারা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে এবং দেশ স্বাধীন করার জন্য আপামর বাঙালি নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যেদিন বিশ্বব্যাংক মিথ্যা অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে এসেছিল, সেদিন বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকুতোভয় কণ্ঠে ঘোষণা করেছিলেন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হবে। পদ্মা সেতু আজ নবারুণ সোনালি সূর্যের মতো বাস্তব। বিশ্ব দরবারে বাংলাদেশকে এনে দিয়েছে বিমোহন এক পরিচিতি। বিশ্ববাসী জেনেছে বাঙালি তথা বাংলাদেশিদের সুনিপুণ সক্ষমতার কথা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব, দেশের প্রতি প্রগাঢ় ভালোবাসা, সাহসিকতা ও প্রজ্ঞার কারণেই দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করে পদ্মার বুকে নির্মিত হলো আমাদের বিস্মিত চাওয়া।