কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সন্তান যাকে ভালোবাসে, আপনার তাকে পছন্দ না!

প্রথম আলো প্রকাশিত: ২৯ জুন ২০২২, ১৯:২২

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই রঞ্জনের (ছদ্মনাম) আচরণে পরিবর্তন দেখা দিয়েছিল। কেমন যেন আনমনা ভাব। আগে সে মা–বাবার সামনেই টেলিফোনে কথা বলত, এখন বেশির ভাগ সময় আলাদা ঘরে গিয়ে ফিসফিস করে কথা বলে। বাসায় ফেরে দেরি করে। আগের চেয়ে একটু বেশি ফিটফাট হয়ে আর সুগন্ধি মেখে বাইরে যায়। বোঝাই যায় সে প্রেমে পড়েছে। মা-বাবা চিন্তায় পড়ে গেলেন।


রঞ্জনের মা–বাবা শিক্ষিত, সন্তানের প্রেমে পড়া নিয়ে তাঁরা উদ্বিগ্ন না, উদ্বিগ্ন কার সঙ্গে প্রেম করছে, সেটা নিয়ে। খোঁজ নিয়ে দেখা গেল এক সহপাঠীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে রঞ্জন। মেয়েটির কোনো কিছুই রঞ্জনের মা–বাবার পছন্দ না। সামাজিক অবস্থান, সৌন্দর্য, বয়স বা মেয়েটির স্থায়ী ঠিকানা—সবকিছুতে তাঁদের আপত্তি।


অথচ রঞ্জন মেয়েটির প্রতি যথেষ্ট দায়বদ্ধ। শুরু হলো জটিলতা, মা–বাবার সঙ্গে রঞ্জনের প্রায়ই কথা–কাটাকাটি হতে লাগল। রঞ্জনের পরীক্ষার ফল খারাপ হতে লাগল। কিছুতেই ওই তরুণীকে মেনে নেবেন না মা–বাবা। আর রঞ্জনও এই সম্পর্ক ছাড়বে না। মেয়েটির পরিবার রঞ্জনকে অপছন্দ না করলেও এত জটিলতা তারাও এড়িয়ে চলতে চায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও