পুতিনের গম-ভুট্টার খাদ্যাস্ত্র মোকাবিলার পথ কী
কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রপ্তানির ওপর রাশিয়া অবৈধভাবে যে অবরোধ দিয়েছে, তা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিতে পশ্চিমা বিশ্ব আর কত দেরি করবে? এই বেপরোয়া অবরোধ পঞ্চম মাসে এসে পড়েছে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, ইউক্রেনের খাদ্যশস্যের ওপর নির্ভরশীল বিশ্বের কোটি কোটি মানুষের জন্য মহাবিপর্যয় আসন্ন। অথচ ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নেতারা এখনো কথা চালাচালি ও বিভক্তির মধ্যেই নিজেদের আটকে রেখেছেন।
রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমাদের পদক্ষেপ (কী ধরনের অস্ত্র পাঠানো হবে, ন্যাটোর কতটা জোরালো ভূমিকা পালন করা উচিত) অবশ্যই বৃহত্তর পরিপ্রেক্ষিত থেকে দেখতে হবে। জাতিসংঘ ও বিশ্বব্যবস্থা ৭৫ বছর ধরে যে মৌলিক মানবাধিকারের ওপর প্রতিষ্ঠিত রয়েছে, সেটা রক্ষা করাটাই হবে এখনকার মূল করণীয়। মানবসৃষ্ট নিষ্ঠুরতার শিকার নির্দোষ মানুষকে রক্ষার প্রশ্ন এটি, শিষ্টাচার ও নেতৃত্বের প্রশ্নও।