বাজেট প্রস্তাবনার পর্যালোচনা

যুগান্তর ড. প্রিয় ব্রত পাল প্রকাশিত: ২৭ জুন ২০২২, ১৭:০৩

মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় প্রধান ছয়টি চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন। এ পরিপ্রেক্ষিতে কিছু লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কিন্তু কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই; সুস্পষ্ট শাস্তির বিধানও উল্লেখ নেই। করোনাভাইরাস মহামারি এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে টানা তৃতীয়বারের মতো করপোরেট কর-এ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান অর্থমন্ত্রী।



ইউক্রেন-রাশিয়া যুদ্ধের উদ্ভূত রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে এবারের বাজেটে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কৃষি খাত, স্বাস্থ্য, মানবসম্পদ ও কর্মসংস্থান এবং শিক্ষা খাতকে। কিন্তু এসব খাতে কীভাবে উন্নয়ন করা যাবে, তার সুস্পষ্ট নির্দেশনা নেই; যেমন-কৃষি খাতে কৃষকরা তাদের ন্যায্যমূল্য পাচ্ছে না সরকারের সুস্পষ্ট নীতির অভাবে। স্বাস্থ্য খাতে দুর্নীতি-অনিয়ম কীভাবে দূর করা যায়, সে ব্যাপারে কোনো সঠিক দিকনির্দেশনা নেই। এছাড়া কর্মসংস্থান বৃদ্ধিতে কী কী পদক্ষেপ নেওয়া উচিত, তার উল্লেখ নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও