কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

টেস্টে ফের বিস্ফোরক শতক বেয়ারস্টোর

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ জুন ২০২২, ১০:৩২

লাল বলের টেস্ট ক্রিকেটটাকে রীতিমতো টি-টোয়েন্টি-ওয়ানডে বানিয়ে ফেলেছেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের টেস্টে ৯২ বলে ১৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন তিনি, আর এবার দলের চরম বিপর্যয় কাটালেন বিস্ফোরক ব্যাটিং করেই।


লিডসে তৃতীয় ও শেষ টেস্টে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের করা ৩২৯ রানের জবাব দিতে নেমে ৫৫ রানেই ৬ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর সপ্তম উইকেটে জেমি ওভারটনকে নিয়ে বেয়ারস্টো গড়েন অবিচ্ছিন্ন ২০৯ রানের জুটি।


১২৬ বল খেলে ২১ চারে ১৩০ রান করে অপরাজিত আছেন বেয়ারস্টো। এই মারকুটে ব্যাটার শতক পূরণ করেন মাত্র ৯৫ বলে।


কম যাননি ওভারটনও, ১০৬ বলে ১২টি চার আর ২ ছক্কায় ৮৯ রানে অপরাজিত তিনি। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের চেয়ে আর ৬৫ রানের পিচিয়ে আছে স্বাগতিকরা, হাতে আছে ৪ উইকেট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও