কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পানিবাহিত রোগে আক্রান্ত বানভাসী মানুষ, মাঠে ১৩৭টি মেডিকেল টিম

ঢাকা টাইমস সিলেট জেলা প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১৭:৫৬

পাহাড়ি ঢল এবং প্রবল বৃষ্টিতে তলিয়ে গেছে সিলেট নগরী। বানভাসী মানুষরা পার করছে মানবেতর জীবন। অন্যান্য সবকিছুর মতোই স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত হচ্ছে মানুষ। আক্রান্ত হচ্ছে নানা ধরনের পানিবাহিত রোগে। বন্যাকবলিত লোকজনের মধ্যে পানিবাহিত নানা রোগের লক্ষণ দেখা দিয়েছে। সিলেট সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে সিলেট জেলা ও মহানগরে ১১৪ জন ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আরো ছয়জনের শরীরে শনাক্ত করা হয়েছে চর্ম রোগ। এছাড়া পাঁচজন পানিতে ডুবে ও একজন মাটিচাপায় মারা গেছেন।


সিলেটে বন্যাকবলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছে ১৩৭টি মেডিকেল টিম। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলার ১৩টি উপজেলার ১০৩টি ইউনিয়নের মধ্যে ৬০টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। এই হিসাবে উপজেলাগুলোর মধ্যে সিলেট সদরে ১০টি, দক্ষিণ সুরমায় ৮টি, বিশ্বনাথে ১১টি, ওসমানীনগরে ৯টি, বালাগঞ্জে ৭টি, ফেঞ্চুগঞ্জে ১০টি, গোলাপগঞ্জে ১৬টি, বিয়ানীবাজারে ১৬টি, জকিগঞ্জে ১০টি, কানাইঘাটে ১২টি, গোয়াইনঘাটে ১০টি, জৈন্তাপুরে ১১টি এবং কোম্পানীগঞ্জে ৭টি মেডিকেল টিম গঠিত হয়েছে। মেডিকেল দলগুলো প্রান্তিক জনগোষ্ঠীসহ শহরের বন্যাকবলিত এলাকায় মেডিকেল ক্যাম্প তৈরি করে সেবা দিচ্ছে। এসব দলে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসংশ্লিষ্ট অনেকেই রয়েছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও