সাগরে লঘুচাপের আভাস

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫, ১৩:৪০

শ্রাবণের শেষ মুহূর্তে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লঘুচাপটি তৈরি হতে পারে।


“এর প্রভাব খুব কমই পড়তে পারে। তবে লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হয়ে ভ্যাপসা গরম কমতে পারে।”


আবহাওয়া অধিদপ্তরের সকালের বুলেটিনে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় লঘুচাপ তৈরি হতে পারে।


মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়য়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।


সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও