কারাগার থেকে বেরিয়ে তাকে ‘নির্যাতন’ করা ব্যক্তিদের যেসব স্কেচ এঁকেছিলেন সেগুলোর একটিতে ডিজিএফএআইয়ের সাবেক কর্মকর্তা আফিজুর রহমানের ‘বহু মিল’ খুঁজে পাওয়ার কথা বলছেন কার্টুনিস্ট আহমেদ কবীর কিশোর।
সোমবার এক ফেইসবুক পোস্টে এমন বক্তব্য দিয়ে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর আফিজকে ‘এই মুহূর্তে’ গ্রেপ্তারের দাবিও জানান তিনি।
তবে কার্টুনিস্ট কিশোরের অভিযোগ নাকচ করে সম্প্রতি ‘দৈনিক জনকণ্ঠ দখলের নেতৃত্ব’ দেওয়ার অভিযোগে নাম আসা আফিজ বলেন, সামরিক গোয়েন্দা সংস্থাটির ‘পাবলিক রিলেশন্স ও মিডিয়া উইংয়ের’ দায়িত্বে ছিলেন তিনি। কোনো অপারেশন বা অপরাধের সঙ্গে ‘জড়িত’ ছিলেন না।
‘মেজর আফিজ আমি তোমাকে চিনে ফেলেছি’ শিরোনামে দেওয়া এ ফেইসবুক পোস্টের সঙ্গে বর্তমানে সুইডেন প্রবাসী কার্টুনিস্ট কিশোর নিজের আঁকা স্কেচের ছবি, আফিজের একটি ছবি এবং ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আফিজের ছবি সংযুক্ত করে সাংবাদিক সাইদুর রহমানের ফেইসবুক পোস্টের স্ক্রিনশট যুক্ত করেছেন।
কার্টুনিস্ট কিশোর লেখেন, “আমি এই মুহূর্তে আফিজের গ্রেফতার দাবি করছি। সার্ভিসে ধান্ধাবাজ, অসৎ বলে পরিচিত এই আফিজকে জিজ্ঞাসাবাদ করলে বহু গুম ও নির্যাতনের পেছনের ঘটনা বেরিয়ে আসবে বলে মনে করি।”
করোনাভাইরাস মহামারীর মধ্যে ২০২০ সালের ৫ মে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং ব্যবসায়ী-লেখক মুশতাক আহমেদকে ‘সরকারবিরোধী প্রচার ও গুজব ছড়ানোর’ অভিযোগে গ্রেপ্তার করার তথ্য দেয় র্যাব।
পরে ওই দুজনসহ ১১ জনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলা দায়ের করেন র্যাব-৩ এর ডিএডি আবু বকর সিদ্দিক।
ওই মামলায় কারাগারে থাকাবস্থায় মুশতাক আহমেদ ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি মারা যান, যা নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখা দেয়। পরে হাই কোর্ট থেকে ছয় মাসের জামিনে কিশোর ২০২১ সালের ৪ মার্চ কারাগার থেকে ছাড়া পান।