জঙ্গি সন্দেহে পশ্চিমবঙ্গে ২ বাংলাদেশি গ্রেপ্তার

সমকাল ভারত প্রকাশিত: ২৪ জুন ২০২২, ১৭:১২

জঙ্গি সন্দেহে ভারতের পশ্চিমবঙ্গে মোহাম্মদ সুমন (২৭) এবং মোহাম্মদ মনির (৩০) নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার হাওড়া জেলার ডোমজুড়ের বাঁকড়া নয়াবাজ থেকে তাদেরকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা শাখা।


এসময় তাদের কাছ থেকে জাল আধার কার্ড, ভোটার আইডেন্টিটি কার্ড ও জাল পাসপোর্ট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ফরেনার্স আইনে মামলা করেছে পুলিশ। এরপর তাদেরকে হাওড়া আদালতে তোলা হলে বিচারক দুজনকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।



পুলিশ সূত্রে জানা গেছে, তারা এক মাস আগে রিপন নামধারী এক দালালের মাধ্যমে ভারতের ত্রিপুরার রাজ্যের সীমান্ত অবৈধভাবে অতিক্রম করে ভারতে অনুপ্রবেশ করেন। পরে কলকাতা সংলগ্ন হাওড়া জেলার ডোমজুরে মইনুল কবীর নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতে শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও