চমচম তৈরির রেসিপি
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ জুন ২০২২, ১৭:১১
মিষ্টি খেতে ভালোবাসেন এমন মানুষের কাছে চমচম একটি পছন্দের নাম। দোকান থেকে কিনে আনা চমচম স্বাস্থ্যকর নাও হতে পারে। এক্ষেত্রে ঘরে তৈরি করে খাওয়াই উত্তম। তবে রেসিপি না জানার কারণে এটি অনেকেই তৈরি করতে পারেন না। চমচম তৈরিতে সময় একটু বেশি লাগলেও এটি তৈরিতে উপকরণ লাগে অল্প। সেইসঙ্গে তৈরির প্রক্রিয়াও অনেক সহজ। চলুন জেনে নেওয়া যাক ঘরেই চমচম তৈরির রেসিপি-
মিষ্টি তৈরি করতে যা লাগবে
- ছানা- ১ কাপ
- ময়দা- ১ চা চামচ
- সুজি- ১ চা চামচ
- চিনি- ১ চা চামচ
- এলাচ গুঁড়া- ১ চিমটি।
মিষ্টি তৈরি করবেন যেভাবে
সব একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে চমচমের শেপ দিতে হবে।
- ট্যাগ:
- লাইফ
- চমচম রেসিপি