কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকায় ফিরছেন ঢাবির সেই ২১ শিক্ষার্থী

সুনামগঞ্জে প্রবল বন্যায় আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সেই ২১ শিক্ষার্থী অবশেষে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা ফিরছেন। 

রোববার বিকেল সাড়ে ৫টায় সেনাবাহিনীর তিন সদস্যের তত্ত্বাবধানে সংস্থার নিজস্ব মিনি বাসে (কোস্টার) তারা ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। তাদেরকে সরাসরি ঢাবি ক্যাম্পাসে নিয়ে আসা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আটকে পড়া ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. শোয়াইব আহমেদ।


বিকেল পৌনে ৬টায় তিনি সমকালকে বলেন, আমরা সেনাবাহিনীর নিজস্ব বিশেষ বাসে ঢাকায় রওনা হয়েছি। রাত ১১টা/১২টা নাগাদ আমরা ক্যাম্পাসে পৌঁছাব। আমাদের সঙ্গে তিনজন আর্মির সদস্য রয়েছেন। আশা করছি পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা ঢাকায় পৌঁছাব।


গত ১৪ জুন পরীক্ষা শেষে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যান ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২১ ছাত্রছাত্রী। ১৬ জুন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ঘটলে তারা কোনোমতে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টে আশ্রয় নেন। পরে সেখান থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসন তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্সে নিয়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন