You have reached your daily news limit

Please log in to continue


ফিরছে ‘কালিন ভাইয়া’, আগের দাপট থাকবে কি

সংলাপ, অভিনয় আর গল্পের জোরে ২০১৮ সালে মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায় ‘মির্জাপুর’। বলা যায় এই এক সিরিজ দিয়েই ভারতে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওর জনপ্রিয়তা বেড়ে যায় অনেকখানি। কিছু বিষয় নিয়ে বিতর্ক হলেও অ্যাকশন থ্রিলার সিরিজটির দ্বিতীয় সিজনও ভক্তদের কাছে সমাদৃত হয়। ২০২০ সালের অক্টোবরে দ্বিতীয় সিজন মুক্তির পরের মাসেই সিরিজটির তৃতীয় কিস্তির ঘোষণা দেয় আমাজন প্রাইম। কিন্তু কোভিডসহ নানা কারণে শুটিং বিলম্বিত হয়েছিল। ভক্তদের জন্য সুখবর। অবশেষে শুরু হচ্ছে ‘মির্জাপুর ৩’-এর শুটিং। খবর টাইমস অব ইন্ডিয়ার।

প্রথম দুই সিজন মাতিয়েছেন কালিন ভাইয়া, গুড্ডু পণ্ডিত, বাবলু পণ্ডিত, মুন্নারা। আবারও মাফিয়া ডন কালিন ভাইয়াকে দেখা যাবে নিজের সাম্রাজ্যে। পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, দিব্যেন্দু শর্মা অভিনীত সিরিজটির শুটিং শুরু হবে চলতি সপ্তাহেই।

বাবা-ছেলের ক্ষমতা দখলের লড়াই, ভাইয়ের হত্যার প্রতিশোধের গল্প নিয়ে নির্মিত ‘মির্জাপুর ২’ শেষ হয়েছিল টান টান উত্তেজনায়। মুন্না কি সত্যিই মারা গেল নাকি এখনো বেঁচে আছে, তা দেখার জন্য দর্শকেরা কৌতূহল নিয়ে অপেক্ষার প্রহর গুনছেন। এ প্রশ্নের জবাব মিলবে ‘মির্জাপুর ৩’-এ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন