ফ্রান্সের সাগরপাড়ে পর্দা উঠছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের।
এবারে ১৯টি সিনেমা উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে। এগুলোর মধ্যে ৬টির পরিচালক নারী। তবে চমক হল মূল প্রতিযোগিতা বিভাগে এবারে কোনো কোরীয় সিনেমা নেই, যা ২০১৩ সালের পর এই প্রথম ঘটেছে।
বিবিসি লিখেছে, ফ্রান্সের দক্ষিণ-পূর্ব অঞ্চলের শহর কানে মঙ্গলবার শুরু হতে যাওয়া চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এ আসরের পর্দা নামবে আগামী ২৪ মে, ওইদিন পুরস্কার ঘোষণা করা হবে।