সাবেক প্রেমিককে চেনেন না বিপাশা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ মে ২০২৫, ০৯:৪০

একসময় বলিউডের অন্যতম আলোচিত জুটি ছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। ২০০৩ সালে ‘জিসম’ ছবির সেটে প্রেমে পড়েন তারা। দীর্ঘ আট বছরের সম্পর্কের ইতি ঘটে ২০১১ সালে। তাদের বিচ্ছেদ ছিল তখন তুমুল চর্চার বিষয়। আর সেই সম্পর্ক ভাঙার পেছনে নানা জল্পনাও তৈরি হয়েছিল।


জন ও বিপাশা দুজনেই আলাদা সাক্ষাৎকারে নিজেদের মত করে বিচ্ছেদের কারণ ব্যাখ্যা করেছিলেন। তবে বেশ কয়েকবার বিপাশা ইঙ্গিত দিয়েছিলেন যে সম্পর্কটা মোটেই সুখের ছন্দে শেষ হয়নি।


সেই অতীত আবারও আলোচনায় এলো বিপাশার একটি পুরনো মন্তব্য ঘিরে। ২০১৫ সালে ‘অ্যালোন’ ছবির প্রচারে গিয়ে এক সাক্ষাৎকারে তাকে বলিউড অভিনেতাদের ‘হটনেস’ স্কোর দিতে বলা হয়েছিল। অনিল কাপুরকে তিনি ৭ নম্বর দিলেও, যখন প্রশ্ন এলো জন আব্রাহাম সম্পর্কে, তখন রীতিমতো অবজ্ঞাসূচক ভঙ্গিতে বিপাশা বলেন, ‘হু জন আব্রাহাম?’ অর্থাৎ নিজের সাবেক প্রেমিককে চিনতেও রাজি নন তিনি!


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও