ভারতে ‘বাইপোলার ডিজঅর্ডারে’ আক্রান্ত এক রোগীর লড়াই
বাইপোলার ডিজঅর্ডার অদ্ভুত এক মানসিক রোগ। এ রোগে আক্রান্ত রোগী কখনো দারুণ উৎফুল্ল থাকেন। কখনো ডুবে যান বিষণ্নতায়। কখনো কাজকর্ম নিয়ে মাত্রাতিরিক্ত ব্যস্ত থাকেন। কখনো আবার একেবারে অলস জীবন যাপন করেন।
আপাতদৃষ্টে মনে হতে পারে, এটি কোনো রোগ নয়। সাধারণভাবে অনেকে ‘ভাব আছে’ বলে এ ধরনের রোগীর সমালোচনা করতে পারে। মনোবিদেরা বলছেন, দীর্ঘ মেয়াদে একজন মানুষের আবেগের বা মানসিকতার বিপরীতমুখী এ অবস্থা চলতে থাকলে সেটিকে বাইপোলার ডিজঅর্ডার বলে।
পরিবার ও সমাজে অনেকে এ ধরনের মানসিক অসুস্থতা নিয়ে জীবন যাপন করছে। রোগীদের অবস্থাও পরিবার বুঝতে পারছে না। ফলে এ রকম রোগীরা নিজেদের একা মনে করেন। এমন রোগীদের পাশে দাঁড়াতে ভারতে কাজ করেছেন বিজয় নালাওয়ালা (৪০) নামের এক ব্যক্তি। তিনি নিজেও বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত। তাঁর এ উদ্যোগ নিয়ে বিবিসিতে প্রতিবেদন লিখেছেন উর্বশী সরকার।
বিজয় নালাওয়ালা ১৪ বছর বয়সে প্রথমবারের মতো উপসর্গগুলো টের পেতে শুরু করেন। তবে সে সময় কেউ বুঝতে পারেনি, তাঁর সমস্যাটা কোথায় ছিল। সে সময় তিনি চিকিৎসা সহায়তার খোঁজ করছিলেন। তবে তা সহজলভ্য হয়নি। ২০০৩ সালে ধরা পড়ে বিজয় বাইপোলার ডিজঅর্ডারে ভুগছেন।
বিজয় হঠাৎ হঠাৎ খুবই উৎফুল্ল হয়ে উঠতেন। আবার বিষণ্নতায় ডুবে যেতেন। রাতে ঘুম থেকে উঠে তিনি হতাশাজনক কবিতা লিখতেন। মনমেজাজ খুব দ্রুত বদলে যেতো।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- বাইপোলার ডিজঅর্ডার